Sunday, October 18, 2009

sobdo utsav-r aager lekha

ছায়া

আমার এই বাড়ি আমারই একার সম্পদ ;
সাড়ে দশ-টার ট্রেনে তোমায় দেখি রাই সুন্দরী ;
"বালা নাচো তো দেখি "
যেটুকু তুমি হয়ে আছো
ছায়াগুলো সেখানে
শুকনো হয়ে
পড়ে আছে ।
পিয়াসি

হলুদ রঙা টপ পড়েছিলে ;
চিল্কা হ্রদ আঁকবো আজ বলে

তোমার কালো জিনস

আমার
একলা উত্তেজনা

পানের দোকান ছাড়িয়ে পিয়াসিময় সাধ
সব সময় তোকে অন্য-রকম লাগে ।

কফ

আমার সামনের দিকে খবর
আত্মাকে খুঁজে পেতে গিয়ে
ভজন শুনছে চোখ " আহা মরি কি বাহার "
আমার প্য্যান্টে দাগ লেগেছে
তোর নাম

গলায় কফ লেগে,শিরা লেগে আছে সব ।

আর ও লেখা পাঠাবো ।পরে ।

রঙ্গীত মিত্র

No comments: