Sunday, October 25, 2009
aamr lekha godya
রঙ্গীত মিত্র
ওরাংওটাঙ বলতে পারেন ।কিম্বা ফুন্টসেলিঙ ও হতে পারে ।এই ধরুণ আমার আর আমাদের মধ্যে ইয়াবড়া গ্যাপ ; তাহলে আহ্লাদে আটখান হয়ে যান । ভালোলাগার অথৈ জলে এইভাবে শপথ করতে গিয়ে দেখি আমার সহর আগেই বিক্রি হয়ে গেছে ; আমি অর্থহীনের মতো প্রলাপ গাঁথছি ।এই বলে আকাশের দিকে তাকাতে গিয়ে দেখি আকাশ একটি ছেলের নাম ;আসলে আমার কোন এক্তিয়ার নেই ; এমা! মিঠে গলায় গাইছো কে ? আমি তাকেই খোঁজার ইজ্জত নিয়েছি ।
আমার সামনের গ্লাস লেগে আছে বিতর্ক ; এখন শুধু তর্ক করার সময় ।আচ্ছা,কবরে গেছেন ? কবরে?মাঝরাত কেমন হয় ! রেডরোড ,রোদের কালি-ও-কলম,মোপাসার চোখ---নিউমার্কেট,হিপির গলির ক্লান্ত চরস,নাইট ক্লাব হয়ে যাওয়া রান-ওয়ে,নতুন গান---হামি খেয়ে পুলিশ ছুটে আসে ।মদে শুকছে পানুর ছবি,ন্যাপকিন,কন্ডোম,দেরিদা
প্রভৃতি।
বিস্কুট নিয়ে টিনটিন চলে গেলো
অবন ঠাকুর,আবোল তাবোল,এফিটাফ।জনলেনন,বাদল সরকার
এইসব ভাবতে ভাবতে চায়ে চুমুক দিয়ে দেখচি আমার সামনের ফ্রেমে প্রেম আছে
নেই শুধু বিশ্বাস বোধ; আমি আমার বন্ধুদের নিজের কথা বলতেই পারি না;মোশা এসেছে ;মসিহা টাইপ ; তাই তাই
তাই
মামাবাড়ি যাই
এ ভেবে লায়ন কিং দেখা লবটুলিয়া খ্যাত দেবদাস মহানগরের অযান্ত্রিক আমরা
৩৫ বছর হয়ে গেলে ও অবাক হই
কিভাবে সাবলিল নেশায় তুমি
উদাহরণ ঃ মেয়েদের পত্রিকা ;
মেয়েদের জামা কাপড় ;
সবেতেই দারুন মানান সই তুমি ।
লোডশেডিং-এর পর ঃ
বাথরুমে গিয়ে খেয়াল করি আমার যৌনানঙ্গের সাইজ বেড়েছে
কানের ভিতর অন্যমন
না এইবার প্রতিধ্বনি হয়ে উঠুক দাহ্য সব ঋতু
বীজরোপনের পরে তোকে দেখতে ইচ্ছে করে
এখানে গাছেরা হিসি করে
মায়ের মুখ থেকে ঝরে ওঠে নেশা
ব্রা-র গন্ধ আমায় মহিনসময় ;
বয়স বাড়লেও খুব সবুজ সাজা হয়ে ওঠে টাটাসেন্টার
আর আমার খুড়োর কল গোছের ওপেন-সোসাইটি
মাইরি বলচি ওসব হব্বে না ! ফোট । ফতোয়া আসে ।
সেন্সলেজহীন একটা বাল হয়েচে ; নতুন একটা কিছু চাই ; একঘেয়েমি লিখতে গিয়ে বাপে খিস্তি দেয় ; সমাজ চোখ রাঙায়
আর আমি
ভেল্কি ছাঁচে বাজার দেখি
বুঝলেন সব ভাঁওতা ; দেখনদারি,মারুতি,সেক্সিমাগি
ফ্লিম-ফেস্টভ্যাল !
মুখের স্বাদ খেয়েছি ;সেক্স করার ইছে প্রবল; অরকুট ফেলে
ঝাঁ চক চকে সেলিব্রিটি
খচ্চর দেখিয়াচি জেব্রাবনে
আমার লেখাও শালা
আগুনে শালবনে
ভাই
বোন
না—মহিলা পুরুষ বিভাজন না করা নিউইর্য়ক
না ভুলে গেলাম এরপর কি লিখবো ? চন্দ্রবিন্দু না আমার বাপের চালচলন ; দা-উ-দ লেগেচে চারকোনা
বড় ধন্দে আছি
দন্দ্বে আছি
আমার পিছনে ফিস ফিস বিরক্তি ।বানচোদ ! আমাকে বোঝে না এরকম মক্স পাগলামো করা যাক ;
কিম্বা মাইকেলসনের ইকুয়েসান,নিভিয়ার স্ট্রোক আমাকে বাড়ি ডেকো না ; শালা,ঠকে আসছি !দৃশ্যক্লপ,দূষন,
উষ্ণরমন
আকৃ্তি দেখি
বদলানোর স্বপ্ন দেখি
এখনো তুমি নালিশ করো
ক্রিম;বার;পানের দোকান;পসরার অপ্সরিরা ;
নতুন বম্বেবাজি,জ্ঞান ;কুকুর ;খবর;ফোন;ফোন;গোপনিয়তা দেখে ফেলা
পারা না পারা
ডট ডট ডট
প্রচ্ছদ,ভয় পাই ; ইতিহাস ;ভূগোল ;অপরাধ ; পোকার গন্ধ ; চাপিয়ে দেওয়া জাহান্নম [ বানান ভুল,বুল
বুলিরা আসেনা সহরে,ফেরিওয়ালা,এক পেয়ালা আরো একশ ]একটা নিজের লড়াই হয়ে ওঠা কলাম চাওয়া,যাতে কিনা এম-টেক না ঠেলে একটুস ঢাউস ঢ্যামানাবিহীন জীবন
হওয়া যায় ।
বিদ্র [পুনশ্চ ও হতে পারে ] ঃ ভগবানের কি বদল বা বেদখল হয়েছে হে নাইটক্লাব,হুঁকোমুখো পয়েজার,অলিম্পিক সপিংমল থেকে ম্যাডাক্স ক্সোয়ার,অ্যাঙ্গলো ইন্ডিয়ান,প্লেন একটা রানওয়ে কিম্বা স্টার ওয়ান,বিন্দু আছিপরিষদ [আবার ও বানান ভুল ] ; প্ল্যাস্টিক হকিস্টিক,লিপস্টিক ইন্ধন,এসব অনেক কিছু না জেনে বাজারে নেমে পড়েছি আমি ।
Sunday, October 18, 2009
sobdo utsav-r aager lekha
আমার এই বাড়ি আমারই একার সম্পদ ;
সাড়ে দশ-টার ট্রেনে তোমায় দেখি রাই সুন্দরী ;
"বালা নাচো তো দেখি "
যেটুকু তুমি হয়ে আছো
ছায়াগুলো সেখানে
শুকনো হয়ে
পিয়াসি
হলুদ রঙা টপ পড়েছিলে ;
চিল্কা হ্রদ আঁকবো আজ বলে
তোমার কালো জিনস
আমার
একলা উত্তেজনা
পানের দোকান ছাড়িয়ে পিয়াসিময় সাধ
সব সময় তোকে অন্য-রকম লাগে ।
কফ
আমার সামনের দিকে খবর
আত্মাকে খুঁজে পেতে গিয়ে
ভজন শুনছে চোখ " আহা মরি কি বাহার "
আমার প্য্যান্টে দাগ লেগেছে
তোর নাম
গলায় কফ লেগে,শিরা লেগে আছে সব ।
আর ও লেখা পাঠাবো ।পরে ।
রঙ্গীত মিত্র
Thursday, October 8, 2009
lekha tomar joney
বেন্টিং স্ট্রিট
রঙ্গীত মিত্র
সব ঘুম হয়ে যায় ;
ঝিমন্ত ধ্রবতারা--সেলাই করেছি, আকাশে
বৃষ্টি ভেজার
উত্তর পাইনা
ক্রমশ হাঁটছি,বেন্টিং স্ট্রিট ধরে ।
আবহাওয়া
রঙ্গীত মিত্র
প্রভাবিত এই সকালে
বিরক্ত করে ;
মিস্টির দোকান
স্কার্ট ওড়া মেয়ে
আমাদের মহিলামোহল (গোপনীয় থাক )
রাজনীত,বেপরোয়া আবহাওয়া পরিবর্তন, তুমি মাকে বোঝা ও ।
আমার বান্ধবীদেরকে
রঙ্গীত মিত্র
আমাকে আড়াল করেছে মেঘ ;
তোমার সঙ্গে যৌনতা দেখছি ।
এখনো এই হৃত বসন্তের দেশে
পিয়াসি রঙা স্কার্ফ দেখেছি ;
আমার জন্যে নয়
তোমার,তোমাদের জন্য খুব চিন্তিত আমি।
লিখন
রঙ্গীত মিত্র
তোমার ঠিকানা আমি জানিনা ;
উর্বর হয়ে আছি
সব সম্পর্ক
সমন্ধবোধ
গল্ফ
হকি
বিলিয়ার্ড
খেলবো
প্রথম পাতায় প্রতিবাদ,আমাদের
লিখন ।
নিয়ম
রঙ্গীত মিত্র
আমার বিরুদ্ধে নালিশ করো
কিম্বা
হাওয়া হয়ে যাবে ;
ডিমের ঘুম
সভ্যতা
হয়তো আরো কঠিন
জ্ঞান দেওয়ার মন
যাদবপুর
তিলজলা
গরহাজির
শপথের টেক্কার
এক্কা গাড়ি
নিয়ম
মিডিয়া
সব গুলে গিয়ে
ঘেঁটে যাচ্ছে ।
মাইকে শোনাও ঃ আলেয়ানারী ও চেগুয়েভেরা
রঙ্গীত মিত্র
রাজারহাট হয়ে থাকে ;
সোনাগাছির অর্থ খুঁজ়ে পাইনি তোমায়
আমার হাম আপ কে কৌণ জ়ামা
আর
তোমার করিণা কাপুর পোষাক
যৌনাঙ্গ-প্রতিক্ষা ঃ
বিবাহের নারীসঙ্গে,দেখছি ।
২.
পরতুগাল হয়েছি ।
তোমাকে দেখেচি
গান লেগেচে ;
কি বলচো---অন-অভিজ্ঞের ও
বিরক্ত ওলোট-পালোট,গীতা ।
৩।
ভয়াবহ লাগে ;
তোমার আমার মতো
বিশ্বাস নেই শালা,খুন ক রে দেবো
১৫-ই-আগাস্ট
বাউল,ফেরিওয়ালারা ঝুম্পা লাহিড়ি পড়চে ।
৪।
আমার বাল ছিঁড়েছে
সে তুমি যত-ই গোঁজাল মারো
আমার স্পার্ম লেগে আছে হ্রদে
বিকেলের ভামের ভাপ
আমাকে প্লিজ ম নে রেখে,আর যা যা ইচ্ছে তোমার করো ।
৫।
পঞ্চম-"ম"-তে আটক আমি
আতংবাদি
ম্যাচ কাটে
ট্রেনের আলো আর ল্যাঙ্-টো চাঁদ
নেশার ঠেক
সেক্স করছে জ্যান্ত পরিবার
আহা কি আনন্দ,স্মরণ ।
৬।
বাবার ক থা শালা পুঁ্তেচি আমার
আমার ফ্যাজলামি
একটা ৭০ দেখিয়ে শালা
চোতাকৃত পোঁদ
বিরক্ত
ওরা আমাকে মারতে পারবে না ।
৭।
বিল আমার ক্রেডিট লিমিট
হামার বাড়িতে হুজুক,ট্রেন
সব কালোর এইচ-আই-ভি হোক
রাজপুত হয়ে ওঠো
শূণ্য দশক
এক টু রিপিটে শান বা ভুল কাজ হোক
রাস্তা
আকাশ
নদী
আর
বাকী
ইত্যাদি
এক এস-এম-এস
নিজের সময়ের,জলৌ্কি ব্লজ
ব্লাউজ
সার্ট
দল
পার্টি
এবার তুমিই মাইকে শোনাও ।
প্রণালীয় গোপনীয়তা এবং আমরা,আমাদের অন্যান্য
রঙ্গীত মিত্র
১। হিমোগ্লোবিনের মাত্রা কম
কিম হয়ে,
যাওয়া
ইমামের বাড়ি
মা এসে চলে যান
বরফ পড়ে না ---শুনছি আলাস্কায় জমি পাওয়া যবে ।
২। মোটরের
মৃত্যুজ ভুয়ো ;
বেনিয়মে মহাকাশ আমার হাত
এ ভোটে জিতবে,লাক্সারি আড়াল
ভয নেই ;ভয় নিয়ে
আমাদের জীবনযাপন।
৩। এ নিয়মে আমাকে অমর করেছে ;
আসামীর মতো সীমান্ত পার করে
ভালোবাসা কযেক প্রকার
বৃষ্টিমন প্রলয়,আনবে কবে !
আমাদের স্বপ্নের ঝুলি
তোমাদের হাড় থেকে আমার ও উঠে,যজমান,আলোক প্রণালী দেখাই ।
Thursday, October 1, 2009
e bhabe o phire aasha jaye
রঙ্গীত মিত্র
টাটকা আগুনে
গিলৈ
ফ্যালা
দুপার শহরে
আমরা কে,ময়লা হওয়ার ![color=#BF8080]
ব্লগ
রঙ্গীত মিত্র
ব্লগ হয়ে যাওয়া
পুরুষ :
বেলাইনে ভয় দেখেছি ;
তোমার বহন নিয়ে
তর্কের
না দেখে চলে গেছ,অনেকটা ।
ভ্রমন
রঙ্গীত মিত্র
৯০ চেয়েছি ;
যৌনতার পরেও
আমাদের শরীরে
আমাদের
স্বাদ লেগে থাকে---বিকেলের স্কোয়াসে
পেঁয়াজ
সময়ের চিনা ভ্রমন ।[/color]
দিনকাল
রঙ্গীত মিত্র
চেয়ার থেকে আর একটা
পর্যন্ত
আমার
ল্যাবরেটরি :
নগ্ননেশায় ,দেখেছি তোমায়
মুদ্রার সহোদর
এইসব অহংকার,দিনকাল ।
ঠিকানা
রঙ্গীত মিত্র
[color=#4000FF]
সোয়াইন ফ্লু হসপিটাল ;
নির্বোধের
প্রমান :
তোমায় প্রশ্ন করেছি
খারাপ বলেই সব,নিজের করে
নিজেকে ঘৃণা করে
বিলীন ভবিষ্যতের,পথ---রক্তের e-ঠিকানায়
বাঁশপোতা : তোমার মতো হতে চাই ।[/color]
আমরা
রঙ্গীত মিত্র
মুছে দেওয়া পর্ন হিস্ট্রি ;
মিলিয় নিতে গিয়ে
বাথরুম ঘর হয়ে
কোনো সম্পর্কে,হারাতে চাই না :
এই সময়ের সকলের সামনে নির্লজ্জ হয়ে
আমরার সভাঘর ।
স্বর্গের যৌথায়নসৃষ্টিকল্প
রঙ্গীত মিত্র
স্ত্রীলিঙ্গের বিভিন্নতায়
আমার পুরুষ : যে পরিবর্তন,চায়
তোদেরকে ঋতুমৈথুন
বৃহদ চালাকি করে,জীবনের লাভ
হয়তো গোটা বিক্রয়কে বাতিল করে
সমাজকে সময়ের মঙ্গলগ্রহ
সব দাতব্য ফাঁই করে
আমাদেরকের,সঠিক পাঠশালার,স্বর্গের নতুন লড়াই"U-N-0", যৌথায়নসৃষ্টিকল্প ।[b][/b]
ghumhin churni
কান্না বন্ধা : আমি জানিনা কিছুই
তবু এ আঁধার আমার নয় ;
বরং অনুভবপাঠ করো
কৃষি থেকে কারখাঘর
যন্ত্র ;
ফিউসান
আরো আধুনিক ইত্যাদি ;
বিভ্রান্তি
রাজনীতি
তর্ক
আঁতেল
অস্বীকার
আবেগ
আড্ডা
নিউজ
হিসি
ভাইরাস
মন্ত্র;
ভগবান
ভূত
ডাটাসিস্টেম
বিজ্ঞাপন
নাটক-কবিতা সিনেমার
সিলেবাস শীল
মাছ
মোহোর
মাগি
আত্মীয়
কর্তব্য
চোখ
পেপসি
রেডবুক
ঘিঞ্জি
বিবাহ
গোপন
গ্রাম
শহর
নিয়ম,নিয়মের উল্টো
ইতিহাস
লাল অনিশ্চয়
কোকেন
স্ল্যাঙ্গ
বিলুপ্ত
ব্যাঙ
ব্যাঙ্ক
চাকরি বাউল
ফাউল
নেউল
নতুন
পুরোনো
পার্থক্য
উধাও
শৈশব
পাগলামি
পলিউসান
মাল্টিন্যাশানাল
আবিষ্কার
চোর
অপ্রাপ্তির বিপরীত
ক্যাচরা
না মানান সই
377 ;
HIV
বাজার
চাহিদা
ইনফিনিটি পর্যন্ত :
আরো
তোমার সব----
এবার,
আমরা একটা নতুন মানষ হব।
কথা
বাকি কথা থাক ।
তাপ্পির ফারক ।
আমাকে খুন করে
আমার সৃষ্টিকে
ভুলবুঝ না,প্লিজ ।
অপরাধ
অপরাধ শুনেছি এতকাল
বরং চেষ্টা করেছি
সৃষ্টি করতে পারিনি ।
বন্ধুর পাশে মিল্কি ওয়ে
ফিজিকস পড়ৃছি
পুরানো গান ভেসে
শুধু তোমাকেই দেখতে পাই ।
পর্ণগ্রাফি
পর্ণগ্রাফির মতো হয়ে ওঠো
তুমি,কলকাতার নুডকলোনি ;
তোমার সঙ্গে নগ্ন হতে ইচ্ছে মন
নিয়ে,অশ্লীল সাহসী আমি
বানের আবাদিজল,জমিন ভরতি করে ।
চশমা
চশমার খোসা আছে।
নগ্ন ফল দেখেছি ;
মস্তানির টেরাকোটার
বস্তিতে
আমার, তোমার,ইন্ডিয়া সানসাইন
মিশে গেছএ,ট্রেনে .
অমিতাভ
অমিতাভের গলা শুনেছি ;
বেগড়বাই করা জি-টককে যৌনতা বলেছি ।
সূর্যের গায়ে ডেটল দিয়ে
পাড়ার কোনো আর যে হান্ট :
তোমাদের জন্য,আমার চিন্তন প্রকাশ
কফির গ্লাস
কফির গ্লাস হয়ে ওঠো
আমার কলেজের ক্লাস ;
মাথা ধরে যায়,তালগাছে নেই
আমনদের বাড়ি ;
তোমাকে সমপূর্ণ অনুভব করা হয়নি,
এতদিন ।
ae bhabe o bneche thaka
রঙ্গীত মিত্র
আমাদের বাড়ি বহুত
উথাল পাতাল
তুমি ;
দাগের কাঁচে
রাতের বাসা
রসভ নিয়ে আকুল-আমার
সহরের বুক
গান-অয়ালা ডেকে যাওয়া
লিখে ও না লেখার
আওয়াজ
আমার ঘর
সফ্টমিউজিক ;
অজানার রথসারস
রসায়ন,তুমি।
বায়নোকুলার ; বসন্তময় হয়ে ওঠো নির্ভীক,বিচলিত না করে,বিরক্তসফলগুল্ম
রঙ্গীত মিত্র
আমার বৃষ্টিবেলার স্মৃতি ; মেঘের নামের মোমিন পুরের বাড়ি
তোমার স্পর্শে ভিজে যাওয়ার শব্দ
রান্না করে---যেখানেই উপাখ্যানের শুরু
মনের ভিতর সময়,ডেকে যায় ।
তবু,আর কত বিতর্ককান নিয়ে ,গুগুল খুঁজে চলি
এমন আন্তরিক ছিল না আগে কখনো,তালগাচের পুরাতনী টাল-মাটাল
বদলানো শহরের জেব্রাক্রসিং-এ,আজকাল,ওল্ডটেস্
টামেন্ট পূর্ববর্তী নারীদৃশ্যর পরবপার্বন ।
কথা
ভোলাও
ভুলিয়েদিয়ে যাও
চার ভিনের মাজ
আমার খেলার মাঠ
এক্তা ইয়াপ !
হঠাৎ কেন এ কথা এলো ?
আবোল-তাবোল
বাতাসার কর্য ;
খাতাবাক্স
আমি কি সবুজ
কামড়ের
আবোল-তাবোল ।
পরিবর্তন
বায়ুসেনার শব্দ
চল না
সিডির দোকান ঃ শরীরের ও দাম
মুন্নি,প্রিয়াঙ্কা,মোনালি ; নারীর ভিতর নারী
গোপন
আকর্ষণের প্রোয়জনীয়তাবোধের সৃষ্টি,
দোহাই গালি দিওনা
খাযাপ চেয়োনা
বরং শুভ কামনা চাই,আরো আধুনিকতাযর
নির্বাসনের নির্বাচন ভাঙো
বিপ্লবে ।
aamr lekha 33
রঙ্গীত মিত্র
সব ঘুম হয়ে যায় ;
ঝিমন্ত ধ্রবতারা--সেলাই করেছি, আকাশে
বৃষ্টি ভেজার
উত্তর পাইনা
ক্রমশ হাঁটছি,বেন্টিং স্ট্রিট ধরে ।
আবহাওয়া
রঙ্গীত মিত্র
প্রভাবিত এই সকালে
বিরক্ত করে ;
মিস্টির দোকান
স্কার্ট ওড়া মেয়ে
আমাদের মহিলামোহল (গোপনীয় থাক )
রাজনীত,বেপরোয়া আবহাওয়া পরিবর্তন, তুমি মাকে বোঝা ও ।
আমার বান্ধবীদেরকে
রঙ্গীত মিত্র
আমাকে আড়াল করেছে মেঘ ;
তোমার সঙ্গে যৌনতা দেখছি ।
এখনো এই হৃত বসন্তের দেশে
পিয়াসি রঙা স্কার্ফ দেখেছি ;
আমার জন্যে নয়
তোমার,তোমাদের জন্য খুব চিন্তিত আমি।
লিখন
রঙ্গীত মিত্র
তোমার ঠিকানা আমি জানিনা ;
উর্বর হয়ে আছি
সব সম্পর্ক
সমন্ধবোধ
গল্ফ
হকি
বিলিয়ার্ড
খেলবো
প্রথম পাতায় প্রতিবাদ,আমাদের
লিখন ।
নিয়ম
রঙ্গীত মিত্র
আমার বিরুদ্ধে নালিশ করো
কিম্বা
হাওয়া হয়ে যাবে ;
ডিমের ঘুম
সভ্যতা
হয়তো আরো কঠিন
জ্ঞান দেওয়ার মন
যাদবপুর
তিলজলা
গরহাজির
শপথের টেক্কার
এক্কা গাড়ি
নিয়ম
মিডিয়া
সব গুলে গিয়ে
ঘেঁটে যাচ্ছে ।
-- [color=#80BF00][size=200][/color]
RANGEET MITRA
মাইকে শোনাও ঃ আমার বন্ধুদের উপতক্যার আগ্নেয় আলেয়ানারী ও চেগুয়েভেরা
রঙ্গীত মিত্র
১.
রাজারহাট হয়ে থাকে ;
সোনাগাছির অর্থ খুঁজ়ে পাইনি তোমায়
আমার হাম আপ কে কৌণ জ়ামা
আর
তোমার করিণা কাপুর পোষাক
যৌনাঙ্গ-প্রতিক্ষা ঃ
বিবাহের নারীসঙ্গে,দেখছি ।
২.
পরতুগাল হয়েছি ।
তোমাকে দেখেচি
গান লেগেচে ;
কি বলচো---অন-অভিজ্ঞের ও
বিরক্ত ওলোট-পালোট,গীতা ।
৩।
ভয়াবহ লাগে ;
তোমার আমার মতো
বিশ্বাস নেই শালা,খুন ক রে দেবো
১৫-ই-আগাস্ট
বাউল,ফেরিওয়ালারা ঝুম্পা লাহিড়ি পড়চে ।
৪।
আমার বাল ছিঁড়েছে
সে তুমি যত-ই গোঁজাল মারো
আমার স্পার্ম লেগে আছে হ্রদে
বিকেলের ভামের ভাপ
আমাকে প্লিজ ম নে রেখে,আর যা যা ইচ্ছে তোমার করো ।
৫।
পঞ্চম-"ম"-তে আটক আমি
আতংবাদি
ম্যাচ কাটে
ট্রেনের আলো আর ল্যাঙ্-টো চাঁদ
নেশার ঠেক
সেক্স করছে জ্যান্ত পরিবার
আহা কি আনন্দ,স্মরণ ।
৬।
বাবার ক থা শালা পুঁ্তেচি আমার
আমার ফ্যাজলামি
একটা ৭০ দেখিয়ে শালা
চোতাকৃত পোঁদ
বিরক্ত
ওরা আমাকে মারতে পারবে না ।
৭।
বিল আমার ক্রেডিট লিমিট
হামার বাড়িতে হুজুক,ট্রেন
সব কালোর এইচ-আই-ভি হোক
রাজপুত হয়ে ওঠো
শূণ্য দশক
এক টু রিপিটে শান বা ভুল কাজ হোক
রাস্তা
আকাশ
নদী
আর
বাকী
ইত্যাদি
এক এস-এম-এস
নিজের সময়ের,জলৌ্কি ব্লজ
ব্লাউজ
সার্ট
দল
পার্টি
এবার তুমিই মাইকে শোনাও ।
--
RANGEET MITRA
প্রণালীয় গোপনীয়তা এবং আমরা,আমাদের অন্যান্য
রঙ্গীত মিত্র
১। হিমোগ্লোবিনের মাত্রা কম
কিম হয়ে,
যাওয়া
ইমামের বাড়ি
মা এসে চলে যান
বরফ পড়ে না ---শুনছি আলাস্কায় জমি পাওয়া যবে ।
২। মোটরের
মৃত্যুজ ভুয়ো ;
বেনিয়মে মহাকাশ আমার হাত
এ ভোটে জিতবে,লাক্সারি আড়াল
ভয নেই ;ভয় নিয়ে
আমাদের জীবনযাপন।
৩। এ নিয়মে আমাকে অমর করেছে ;
আসামীর মতো সীমান্ত পার করে
ভালোবাসা কযেক প্রকার
বৃষ্টিমন প্রলয়,আনবে কবে !
আমাদের স্বপ্নের ঝুলি
তোমাদের হাড় থেকে আমার ও উঠে,যজমান,আলোক প্রণালী দেখাই ।