Wednesday, May 30, 2007

AAMR SOHOR[ A SOHOR A SOMOY]

কলকাতার পথ ঘাট মানুষ-জন অবাক করে। জানিনা শহরটা কেন এরকম হয়ে গেলো...; যখন কিছু ভাবি বা লিখতে বসি দেখি সময় এর জানলা বদলে যাচ্ছে .....একটা অদ্ভূত অনিশ্চয়তা রং খেলছে। সব শব্দ....একই কথার স্রোতে আবদ্ধ...চক্রবূহ্য?

সৃষ্টির জন্য হাঁটতে হাঁটতে পাগলামি ঘিরে ধরছে ....আর অনন্ত অন্ধকারে মৃত্যু জাগে....সব প্রশ্ন চিহ্ন......

কি হবে জানিনা তবু আমি না থাকলে , যেন আমার সৃষ্টিগুলো বেঁচে থাকে... সব আপন করা গোপন কথা....

বন্ধু ওদের কে ভালোবেসো...

অন্যমন রঙ্গীত[মিত্র]

No comments: