Saturday, October 6, 2007

kobita akhon

মহরৎ
রঙ্গীতমিত্র


টুকুস টাকুস তৈরি হচ্ছে.
বাড়ির রং,দলিল-আমেজ
জমির মাল,কর্পোরেসন—।
খট খটা খট কাঠের
দেরাজ,খুরোর কলের
রান্না ঘর।চোখের ভিতর তানপুরাটা,
অলো পাল্টায়
নতুন ফ্লিমের ট্রেলার হবে
আকাশ ফাটবে,
এলার্ম বলবে,অনেক হলো
বে-পোস্টারে শহর চলো।

অবয়ব

রঙ্গীতমিত্র

অ্যাভয়েড করে চলো,
জরাসন্ধের বিশাল যজ্ঞগৃহ
ঘৃতাগ্নিতে মিশছে স্তত্র সুখে
তবু আমার দুঃখ সেয়ার [{share}] করব কাকে….!
ডিস্-এগরি পারলে করো
কুমোর-টুলির অবয়র ও—।
রেলট্র্যাক জুড়ে সকাল ছাদ
উল্টিয়ে বাটি
বৃষ্টি লাইনে বিমান হানা
শেয়ার-বজার মাটি।







রিজওয়ানুর জন্যে

রঙ্গীতমিত্র



ঘুমের ভিতর,সেলোটেপ-মারা
রিজওয়ানুর সাইলেন্সজোন—
প্রেম বিজ্ঞাপন নয়…
অনেক দিন রক্ত ও ।

চোখের ক্লান্তিতে বিরাম চায়
বিরাম চায় মানবাধিকার,
তোমার মুখ……
না খোঁজ পাওয়া অনিশ্চয়তা

প্রতিমার কাদার দলা
আর মাথার পীছনে ঝলকে
ওঠা অ্যালজাইমার ডেক্সট্রপে
আমার ক্রিৎজোফ্রেনিক
বাংলা রক—

ওফ! লোডশেডিং। আবার ব্রীজের নীচে
রাতের ঠেক
শেষ ছবিতে কাল বৈশাখী
ট্রেন ….গর্ত থেকে গর্তে
৯৪৩০৫……
ছিপ ফেলছি …রং নাম্বার
খিদের উদাস চোখে
টিভি সিরিয়াল
Dm/DT]system=0 ।